Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু 

০৯ মে, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু 
নোয়াখালী প্রতিনিধিঃ :
নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ তুষার (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা হাছান ও ফাহাদ গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ মে) সন্ধ্যায় চাটখিল উপজেলার সোবহানপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত তুষার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে শ্রীনগর গ্রামের আব্দুর রব মাস্টার বাড়ির মোঃ সাদেক হোসেনের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ঈদুল ফিতরের ছুটি কাটাতে রমজানে বাড়িতে আসেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হতাহতরা সন্ধ্যায় দত্তপাড়া থেকে মোটরসাইকেলযোগে বাসায় যাওয়ার সময় সোবহানপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মারা যায় মোঃ তুষার।
গুরুতর আহত অবস্থায় তার সাথে থাকা হাছান ও ফাহাদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
চাটখিল থানায় কর্তব্যবত ডিউটি অফিসার মোঃ অলি উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার