Top

ঠাকুরগাঁওয়ে শিশু উন্নয়নে পৌরসভার সাথে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ

১৯ মে, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে শিশু উন্নয়নে পৌরসভার সাথে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে শিশু উন্নয়নে পৌরসভার সাথে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়। ১৯ মে বৃহস্পতিবার পৌরসভার সভা কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র ব্যবস্থাপনায় পৌরসভার শিশু ফোরামের আয়োজনে সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিশেষ অতিথি প্যানেল মেয়র মো. আব্দুল কাইয়ুম চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান, কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, দোলন কুমার মজুমদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, আয়েশা আক্তার পারুল, কাউন্সিলর জামান বাবু, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপ ‘র প্রোগ্রাম অফিসার পারুল বেগম, পৌরসভা শিশু ফোরামের সভাপতি রত্বা প্রমুখ।

সংলাপে ঠাকুরগাঁও পৌরসভার সদস্য ও শিশু ফোরামের সদস্যগণ অংশ নেন। আগামী বাজেটে শিশুদের উন্নয়নে বরাদ্দ বাড়ানো, শিশু শ্রম বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধসহ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে প্রদান করেন শিশু ফোরামের সদস্যরা।

শেয়ার