Top

রাজৈরে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

২৮ মে, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
রাজৈরে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের রাজৈরে চেয়ারম্যান প্রার্থীসহ ১শ’ ৭৯ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে লটারির মাধ্যমে প্রতীক দেওয়া হয়।

৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২২, সংরক্ষিত মহিলা আসনে ৩৭ ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বড় চ্যালেঞ্জিং স্থান খালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন। এদের মধ্যে স্থানীয় এমপির সমর্থিত প্রার্থী মো. হামিদুল শাহ আলম ঘোড়া, জেলা আওয়ামী লীগ সভাপতির সমর্থিত প্রার্থী সিরাজুল হক মোল্লা মোটরসাইকেল, মো. আমিনুর হাওলাদার চশমা, শফিকুল ইসলাম (লাভলু) আনারস ও জাহাঙ্গীর হাওলাদার অটোরিক্সা প্রতীক পেয়েছেন।

এছাড়া আমগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে জাহিদুর রহমান টিপু মোটরসাইকেল, আব্দুল হালিম হাওলাদার হাতপাখা, বাচ্চু মিয়া আনারস, মো. আতিকুর রহমান চশমা ও সুভাষ চন্দ্র সরকার ঘোড়া প্রতীক।

হোসেনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এসএম নাসির উদ্দিন আহমেদ ঘোড়া, মোফাজ্জেল হোসেন (চুন্নু) চশমা, মো. হাবিবুর রহমান মোটরসাইকেল, লস্কর কেরামত আলী সিদ্দিকী আনারস প্রতীক এবং বদরপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আঃ রাজ্জাক মোল্লা মোটরসাইকেল, এমদাদুল হক ঘোড়া, জালালুর রহমান চশমা, টুটুল মোল্লা আনারস, মো. গোলাম ফারুক অটোরিক্সা, মো. জিয়াউর রহমান টেলিফোন, নূর আলম আকন টেবিল ফ্যান ও সোহেল মাতুব্বর রজনী গন্ধা প্রতীক পেয়েছেন।

আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চার ইউপিতে মোট ৬৩ হাজার ৭শ’ ৮৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইভিএম পদ্ধতিতে মোট ৩৯ কেন্দ্রের ১৮১ কক্ষে ভোট গ্রহণ করা হবে।

 

শেয়ার