মানিকগঞ্জের শিবালয় উপজেলায় শিশুশিক্ষার্থীদের অংশ গ্রহণে দেশিয় ফলের পরিচিতি এবং নিয়মিত ফল খেতে উৎসাহিত করতে ফল উৎসবের আয়োজন করে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান।
শনিবার(২৮ মে ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার উলাইল প্রমথ চন্দ্র বিদ্যায়তন-এ উৎসবটির আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এবিষয়ে ফল উৎসব আয়োজক কমিটি জানায়, বিদ্যালয়ের মাঠের এক পাশে চারটি স্টলে সাজানো দেশিয় ফল। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিশুশিক্ষার্থীরা এসব স্টলে দেশিয় বিভিন্ন ফল নিয়ে বসেছে। এসব ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, পেয়ারা, তরমুজ, ডালিম, জামরুল, আনারস, নারকেল, কামরাঙা, করমচা, গাব, ভাঙ্গি, বেতফল, আমলকি, জাম, বেল, ডেউয়া ও তালেরশাঁস।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানটিতে “এসো মিলে ফল খাই, আনন্দ-উৎসবে মন রাঙাই’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বিকেলে ফল উৎসবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব পরিমল চন্দ্র বসু, স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগৈর সাংগঠনিক সম্পাদক সুভাষ মজুমদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ আসলাম মোল্লা ও সুদীপ ঘোষ বসু এবং প্রধান শিক্ষক শিশির কুমার সিংহসহ অনেকেই।
অতিথিরা ফলের স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় অতিথিদের বিভিন্ন ফলের নাম ও এদের পুষ্টিগুণ নিয়ে উপস্থাপন করে বিভিন্ন শ্রেণীর শিশু শিক্ষার্থীরা।
উৎসবে আলোচনা সভায় উপস্থিত শিশুশিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল চন্দ্র বসু বলেন, আজকাল শিশুরা জুস, কোমল পানীয়সহ ফাস্টফুডের খাবার খেতে অভ্যস্ত হয়ে পড়ছে। দেশিয় অনেক ফলের নামই জানে না তারা। দেশিয় বিভিন্ন ফলের উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে অভিভাবক ও শিশুদের জানতে হবে। শিশুদের নিয়মিত ফল খেতে উৎসাহিত করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে এ রকম ফল উৎসবের প্রয়োজনীয়তার রয়েছে ও তিনি মনে করেন।
অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার সিংহ বলেন, ফল উৎসবের মধ্য দিয়ে দেশিয় বিভিন্ন ফলের পরিচিতি এবং উপকারিতা নিয়ে শিশুদের কিছুটা হলেও ধারণা হয়েছে। সুস্থ ও সুস্বাস্থ্যের জন্য শিশুসহ সব বয়সী মানুষের ফল খাওয়া প্রয়োজন বলে তিনি আলোচনা সভায় জানান।