Top

টাঙ্গাইলে ‘বিদ্রোহী’ প্রার্থীকে সমর্থন করে আ’লীগ নেতা বহিষ্কার

৩১ মে, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ‘বিদ্রোহী’ প্রার্থীকে সমর্থন করে আ’লীগ নেতা বহিষ্কার
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইল সদর ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙ্গে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে নির্বাচন করার দায়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সংগ্রামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ ও সাধারণ সম্পাদক মির্জা রাজিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে দলের সব পরিচয় প্রদান থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

বাসাইল উপজেলা আওয়ামী লীগের হাজী মতিয়ার রহমান গাউছ জানান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে রফিকুল ইসলাম আনারস প্রতীকের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাসাইল সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সংগ্রাম জানান, প্রার্থী হিসেবে তৃণমূল থেকে আমার নাম জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছিল। সেখান থেকে কেন্দ্রে আমার নাম পাঠানো হয়নি। অবৈধভাবে আমাকে বহিস্কার করা হয়েছে।

শেয়ার