Top
সর্বশেষ

শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

০১ জুন, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

‘পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে আলোচনা ও র‌্যালির মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ জুন বুধবার দুপুরে জেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে প্রাণীসম্পদ অফিস মিলনায়তনে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রাণী সম্পদ অফিসের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে প্রথমবারের মতো শেরপুর পৌরসভার পক্ষ থেকে দুইশত হতদরিদ্র মানুষের মাঝে দুধের প্যাকেট বিতরণ করা হয়েছে। দুধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলামসহ পৌর কাউন্সিলরগণ ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার