স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে পারেনি গোপালগঞ্জ জেলা শহরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ১৩ শিক্ষার্থী। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আজ শনিবার (০৪ জুন) সকালে শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালঢ চত্ত্বরে এ ঘটনা ঘটে।
জানাগেছে, লটারীতে ভর্তির পর অপেক্ষামান থাকা ৬ষ্ঠ শ্রেণীর ১৩ শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে এসব শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশ করলেও হঠাৎ করে তাদের ভর্তি অবৈধ উল্লেখ করে স্কুলে আসতে ও অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে বাঁধা দেয় কর্তৃপক্ষ।
তারপরেও এসব শিক্ষার্থীরা আজ শনিবার (০৪ জুন) সকালে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে স্কুলে আসলে তাদেরকে স্কুল কর্তৃপক্ষ বাঁধা দিলে পরীক্ষায় অংশগ্রহন করতে পারেনি। এতে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পারলে অভিভাবকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এসময় অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানির সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পরেন তারা।
পরে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোহসিন উদ্দিন স্কুলে এসে অভিভাবকদের সাথে কথা বলে প্রয়োজনিয় ব্যবস্থার আশ্বাস দিয়ে তাদের শান্ত করেন। পরীক্ষায় অংশ নিতে না পারায় ১৩ শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়াও ৭ম শ্রেনীর ১৮ জন, ৮ম শ্রেণীর ১৬ জন এবং ৯ম শ্রেনীর ১১ জন ছাত্রীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বলেন, আজ আমাদের অর্ধবার্ষিকীর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আমরা স্কুলে এসে আসন বিন্যাসে আমদের রোল নং দেখতে পাইনি। এসময় স্কুল ভবনে যেতে গেলে শিক্ষক অনুপ কুমার বিশ্বাস বাঁধা দেন। এতে আমরা পরীক্ষা দিতে পারিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোহসিন উদ্দিন বলেন, বিদ্যালয় তার আইন অনুযায়ী চলবে। এসব শিক্ষার্থীদের বিষয়ে আলাপ আলোচনা করে সমাধান করা হবে।
প্রসঙ্গত, এর আগে গত বুধবার (১ জুন) অর্ধ বার্ষিকী পরীক্ষার অংশগ্রহণের সুযোগের দাবীতে ও তাদের ছাত্রত্ব বজায় রাখার দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকেরা।