Top

৭৫ এর ভয় দেখাবেন না, ৮১ সালের কথা ভাবেন: শিখর

০৫ জুন, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
৭৫ এর ভয় দেখাবেন না, ৮১ সালের কথা ভাবেন: শিখর
আরজু সিদ্দিকী, মাগুরা :
বিএনপিকে ১৯৮১ সনে জিয়াউর রহমানের নির্মম মৃত্যুর ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বক্তব্য দিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
তিনি বলেন, আপনারা ৭৫ এর হাতিয়ারের ভয় দেখাচ্ছেন। কিন্তু ৮১’র হাতিয়ারের কথাও মনে রাখবেন। ৩০ মে আপনাদের নেতা মেজর জিয়ার লাশও পান নি। আপনারা বিচারও করেন নি। এমনকি বিচারের কাঠগড়াতে কাউকে দাঁড়ও করাননি। তাই বলি, হত্যাকাণ্ড কোনো সুখকর কাজ নয়।
অথচ, পচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার-এমন স্লোগানের মাধ্যমে বিএনপি প্রমাণ করিয়ে দেয় তারা জাতীর জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ দেশব্যাপী স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত জোটের অস্থিতিশীল নৈরাজ্যের প্রতিবাদে” শনিবার মাগুরায় জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর কথাগুলো বলেন।তিনি বলেন, অনেক ষড়যন্ত্রের পরও পদ্মাসেতু আজ দৃশ্যমান। এটিই শেখ হাসিনা। শেখ হাসিনা সময় মতো কৃষককে সার দেন। ঘরে ঘরে বিদ্যুত দিয়েছেন।
বয়স্ক ভাতা দিচ্ছেন। বিধবারা শান্তিতে আছে। এটিই বিএনপির কাছে শেখ হাসিনার দোষ। শেখ হাসিনার উন্নয়ন দেখলে তারা দিশেহারা হয়ে পড়ে।বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বোকার স্বর্গে বাস না করে শান্তিতে থাকুন, শান্তিতে ঘুমান। কোনো ষড়যন্ত্র করলে আপনাদের কীভাবে মোকাবেলা করতে হয় সেটি আওয়ামী লীগ জানে।প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর স্থানীয় রাজনীতি প্রসঙ্গে বলেন, যারা একাত্তরে স্বাধীনতাবিরোধীতা করেছে বিএনপি তাদেরকে নিয়ে রাজনীতি করছে।
তারা আজ নানা ষড়যন্ত্র লিপ্ত। বিধায় স্বাধীনতা বিরোধী শক্তির দোসর বিএনপিকে মাগুরার এক ইঞ্চি মাটিতেও পা ফেলতে দেয়া হবে না।সকাল ১১ টায় শহরের সেগুনবাগিচায় মাগুরা জেলা আওয়ামী লী সভাপতি আ.ফ.ম. আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডু, সাবেক সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি ইমাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুলসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশের আগে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলএবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়।
শেয়ার