সুনামগঞ্জে ফের নামছে ভারী বর্ষণ। দিনের কিছুটা সময় হালকা রোদের দেখা মিললেও পরক্ষণেই আকাশ মেঘলা হয়ে নামে বৃষ্টি। অবিরাম বর্ষণে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বাড়ছে ভোগান্তি। নদ-নদীর পানি বাড়তে থাকায় আবারও বন্যা পরিস্থিতির শঙ্কা বিরাজ করছে।
সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, শুক্র, শনি, রোববার ও সোমবার জেলায় ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে শুক্র ও শনিবার বৃষ্টি হয়েছে ২৮০ মিলিমিটার। মঙ্গলবার সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা বিপদসীমার ৪৩ সে: মিটার নীচে অবস্থান করছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিতে হাওরপাড়ে আবারও বন্যা আতংক সৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনাও ঘটছে। প্রাণহানী ঘটছে অনেকের। ভয়ে কেউ হাওরে বের হতে চান না।
দুর্ভোগ কাটতে না কাটতেই আবারও দরজায় হানা দিচ্ছে বন্যা। এখনো হাওরে পানি নামেনি। এভাবে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বর্ষণ হলে বন্যার শঙ্কা করছেন জেলাবাসী।