পূর্ব শত্রুতার জের ধরে সাইফুর রহমান নামে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গত মঙ্গলবার (৭ জুন) শরীয়তপুর জাজিরা উপজেলা জাজিরা ইউনিয়ন এর উত্তর খোশাল শিকদার কান্দি গ্রামে দিবাগত রাত ১০টার সময় এ ঘট না ঘটে।
নিহত সাইফুর রহমান মালত জাজিরা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তরও খোশাল শিকদার কান্দি গ্রামের হাজী কিনাই মালতের ছেলে।
স্থানীয় ও পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষক সাইফুর রহমান রাত প্রায় ১০ টার দিকে বাজার থেকে তার নিজ বাড়ীতে যাওয়ার সময় রাস্তায় তাকে ১০-১৫ জন দুর্বিত্ত আটক করে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় জাজিরা উপজেলা হাসপাতালে নিয়ে গেলো তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। এরপর পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষক সাইফুর রহমান সেনেরচর বিএম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার বসবাস স্থল জাজিরা পৌরসভার খোশাল শিকদার কান্দি গ্রাম।
এ বিষয়ে নিহত প্রধান শিক্ষক সাইফুর রহমান মালত এর বড় ভাই শামছুল হক মালত জানান, আমার ভাইকে যারা মেরেছে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই বিচার চাই।
নিহতের স্ত্রী সাথী বেগম বলেন, “আমার স্বামী কখনো কারো এমন কোন ক্ষতি করে নাই যেকারনে তাকে এমন নৃশংসভাবে কোপাইয়া মারতে হবে। আমি খুনিদের কঠিন বিচার চাই।
এ বিষয় জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সত্বতা শীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এঘটনায় সন্ধেহ জনক সুজন ফকির (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। মামলার প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিপি/এসকে