Top

সিরাজগঞ্জে ডিবিসি নিউজের প্রডিউসারের পরিবারে চলছে শোকের মাতম

০৮ জুন, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ডিবিসি নিউজের প্রডিউসারের পরিবারে চলছে শোকের মাতম

রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকা থেকে বুধবার সকালে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির (২৮) ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বারি সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের আব্দুল্লাহর শেখের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে নিহত বারি ছিলেন দ্বিতীয়। বারি খুবই নম্র প্রকৃতির মানুষ ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।

নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় চলছে এখন শোকের মাতম। ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, সকালে কয়েকজন পথশিশু পুলিশ প্লাজার উল্টো দিকে নিকেতন পার্শ্ববর্তী লেকের পাড়ে একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে দেয়। খবর পেয়ে গুলশান থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো। ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ ও আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বারিকে ধারালো অস্ত্র দিয়ে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা।

পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আরো জানিয়েছেন নাজমুল হাসান ফিরোজ। পুলিশের ধারণা ৭/৮ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে নিহত প্রডিউসার আব্দুল বারির বাড়িতে বাবা-মায়ের আহাজারি ও পরিবারসহ পুরো এলাকায় চলছে এখন শোকের মাতম। কোরবানি ঈদের ছুটিতে এসে বিয়ে করার কথা ছিল। সেজন্য বাড়িতে তৈরি করা হয়েছিল নতুন একটা ঘরও এবং পছন্দ করে রাখা হয়েছিল বিয়ের কনে। নৃশংস ও জঘন্য এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে নিহতের পরিবার,স্বজন ও এলাকাবাসী।

শেয়ার