ফরিদপুরের সালথায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে ছিটকে পড়ে আবির শেখ নামে দশ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের উত্তর পুরুরা গ্রামে ঘটনাটি ঘটে। আবির ওই গ্রামের বিল্লাল শেখের ছোট ছেলে ও পরুরা সরকারি প্রাথমি বিদ্যালয়ের শ্রেণীর ছাত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উত্তর পরুরা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম জানান- আবির গাছে উঠে জাম পাড়ার সময় ছটকে পড়ে মাটিতে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছোট সন্তানের এমন মৃত্যুতে শোকে কাতর হয়ে আছেন মা-বাবা।
শফিকুল আরও জানান- ওই জাম গাছটি গিয়ে নানা কুসংস্কার চাউর আছে। স্থানীয় মুরব্বীরা কেউ কেউ বলে থাকেন গাছটিতে উঠতে হলে কিছু নিয়ম মানতে হয়। তা হলো- গাছে উঠে আগে সাতটি জাম পেড়ে গাছে গোড়ে ঢলতে হয়। কিন্তু আবির সেই নিয়ম না নেমে গাছে উঠেছে বিধায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এরআগেও নিয়ম না মানায় একাধিক ব্যক্তি গাছ থেকে পড়েছেন। তবে কেউ মারা যায়নি। যদিও এসব কুসংস্কার এখন আর কেউ বিশ্বাস করে না। স্বাভাবিকভাবেই পড়ে গিয়ে শিশুটি মারা গেছে বলে আমার ধারনা।
বিপি/এসকে