Top
সর্বশেষ

চরভদ্রাসনে ১৫ জুন শুরু হচ্ছে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২

১৪ জুন, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
চরভদ্রাসনে ১৫ জুন শুরু হচ্ছে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

জন শুমারিতে তথ্য দিন,পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় আগামীকাল (১৫জুন) বুধবার থেকে ফরিদপুরের চরভদ্রাসনে শুরু হচ্ছে জনশুমারি ও গৃহগণনার কাজ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস) এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনার কাজ পরিচালানা করবে।

জিআইএস (জি ও গ্রাফিক ইনফরমেশন সিস্টেম) কে ভিত্তি করে ডিজিটাল ম্যাপ ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ট্যাবের মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হবে। জানা যায় ১৫-২১ জুন ২০২২ তারিখকে শুমারি সপ্তাহ হিসেবে এবং ১৪ জুন তারিখ দিবাগত রাত ১২ টা শুমারি রেফারেন্স পয়েন্ট বা শূন্য মুহূর্ত ধরে গণনা শুরু হবে। এই সময়ে স্থানীয় ভাবে সাময়িক ভাবে নিযুক্ত তথ্য সংগ্রহকারীরা প্রত্যেক গৃহ, খানা ও ব্যক্তির তথ্য ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করবে। মাঠ পর্যায়ের তথ্য বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লি. এর টায়ার ফোর সিকিউরিটি সমৃদ্ধ ডেটা-সেন্টার ব্যবহার করা হবে। সংগৃহীত তথ্য এনক্রিপটেড হওয়ায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি ১০ বছর পরপর জনসংখ্যার সঠিক হিসাব পেতে এধরনের শুমারি করা হয়। সর্বশেষ ২০১১সালের আদমশুমারির হিসাবে দেশের মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার জন ।পরবর্তী সময়ে ২০২১ সালে দেশে জনশুমারি ও গৃহগণনা করার লক্ষ্য থাকলে ও করোনা পরিস্থিতিতে পিছিয়ে যায়।

চরভদ্রাসন উপজেলা শুমারি সমন্বয়কারী মোঃ সবুজ যানায় যে, ইতি মধ্যে উপজেলার জনশুমারি নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। এছাড়া চরভদ্রাসন উপজেলার মোট ৪টি ইউনিয়নকে ২ টি শুমারি জোনে ভাগ করা হয়ছে, চরভদ্রাসন ইউনিয়ন ও চরঝাউকান্দা ইউনিয়ন কে জোন ১ ও গাজিরটেক ইউনিয়ন আর চরহরিরামপুর ইউনিয়ন কে জোন ২ গঠন করবা হয়েছে। একজন শুমারি সমন্বয়কারীর পাশাপাশি এই দুটি জোনে দুই জোন জোনাল অফিসার, ২ জন আইটি সুপারভাইজার, ২৯ সুপারভাইজার, ১৪৬ জন গণনাকারী কাজ করবে।এছাড়া আইটি টিম হিসেবে গৃহগণনায়কাজ করবে আরও ৩ জন। এ শুমারি ও গৃহগণনায় সবাইকে সঠিক তথ্য দিবার জন্য আহব্বান জানায় সংশ্লিষ্টরা।

 

শেয়ার