Top

টেস্ট না করেই রিপোর্ট দিতো সততা ডায়াগনস্টিক, সিলগালা-জরিমানা

১৬ জুন, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
টেস্ট না করেই রিপোর্ট দিতো সততা ডায়াগনস্টিক, সিলগালা-জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া শহরের সততা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরের দিকে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সততা ডায়াগনস্টিক সেন্টার সাথে প্রতারণা করে আসছিল। প্রতিষ্ঠানটি নিয়ম অনুযায়ী রোগীদের সেবা দিত না। রোগীদের থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই রিপোর্ট প্রদান করতো প্রতিষ্ঠানটি। অনিবন্ধিত অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা দালালদের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়ার নামে এনে প্রতারণা করতো। ওই ডায়াগনস্টিক সেন্টারে নির্দিষ্ট কোন ডাক্তার বসতো না। ছিলনা টেকনিশিয়ানও।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে কুষ্টিয়ায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধে অভিযান চলমান রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে আজ সততা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন আরও বলেন, সততা ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা প্রতারণা করে আসছিল দীর্ঘদিন ধরে। তারা রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই মনগড়া রিপোর্ট প্রদান করত। সততা ডায়াগনস্টিক সেন্টার অবৈধ ও অনিবন্ধিত একটি প্রতিষ্ঠান। এজন্য তালা ঝুলিয়ে দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাগজ দেখাতে পারে না বা অবৈধভাবে পরিচালিত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে।

এ সময় জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ ও পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

শেয়ার