Top

শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার উপরে

২০ জুন, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার উপরে
শরীয়তপুর প্রতিনিধি :

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির প্রভাবে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে শরীয়তপুর পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আর পদ্মার ডানতীর রক্ষা বাঁধ পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। তলিয়ে যাচ্ছে নিচু এলাকা। ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের ফসল।

পাউবো সূত্র জানিয়েছে, শনিবার থেকে বিপৎসীমার ১ সেন্টিমিটার, রবিবার ৬ সেন্টিমিটার ও সোমবার সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীর পানি সুরেস্বর পয়েন্টে ৪৫ থেকে ৬১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আর বিকাল ৩টা পর্যন্ত নদীর পানি নড়িয়া ডানতীর রক্ষা বাঁধ পয়েন্ট এলাকায় ৪৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, পদ্মা নদীর পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। ভাঙনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পাউবো।

এদিকে, পদ্মা নদীতে পানি বাড়ার কারণে অভ্যন্তরীণ নদীর শাখা নদী যেমন কীর্তিনাসা, পদ্মা হোগলা নদীসহ খালগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। এ বৃদ্ধির অব্যাহত তাকলে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

শেয়ার