Top

আনুষ্ঠানিক পদত্যাগ করেননি গোতাবায়া

১৩ জুলাই, ২০২২ ১১:৫০ পূর্বাহ্ণ
আনুষ্ঠানিক পদত্যাগ করেননি গোতাবায়া
আন্তর্জাতিক ডেস্ক :

শ্রীলঙ্কার পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আকাশপথে, সাগরপথে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। তবে তার এ চেষ্টা ভণ্ডুল হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তিনি সম্প্রতি ভিসার আবেদন করেছিলেন। এবার শোনা যাচ্ছে, তার সে আবেদনও নাকচ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের তারিখ নির্ধারিত ছিল। গত শনিবার যখন বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবন টেম্পল ট্রিতে ঢোকে পড়েন তখন তিনি বলেছিলেন, আজ (১৩ জুলাই) পদত্যাগ করবেন। কিন্তু পদত্যাগের জন্য ঘোষিত সময়ের আগেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।

যদিও আজ পদত্যাগ করবেন এই ঘোষণাটি তিনি দিয়েছিলেন দেশটির পার্লামেন্টের স্পিকার এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মাধ্যমে। তিনি নিজে সরাসরি পদত্যাগের কথা বলেননি। এমনকি গত শনিবার বিক্ষোভকারীরা তার বাসভবনের ঢোকার পর থেকে প্রকাশ্যে তিনি কোনো কথাও বলেননি। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে।

বিবিসি জানায়, বুধবার সকালেও প্রেসিডেন্ট আনুষ্ঠানিক পদত্যাগ করেছেন এই খবর শ্রীলঙ্কার নাগরিকরা পাননি। দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে পরবর্তী ধাপে নিয়ে যেতে হলে প্রেসিডেন্টকে তার পদত্যাগপত্র পার্লামেন্টের স্পিকারের কাছে জমা দিতে হবে। আর তার পদত্যাগের পর পার্লামেন্টের সদস্যরা গোপন ভোটের মাধ্যমে এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মনোনীত করবেন। যিনি দেশে নির্বাচন দেবেন।

প্রসঙ্গত, মঙ্গলবার স্ত্রী ও দুই নিরাপত্তারক্ষী নিয়ে বিমান বাহিনীর একটি বিমানে করে মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্ট হওয়ার কারণে তাকে গ্রেপ্তারে সাংবিধানিক বিধান নেই। কিন্তু প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের পর গ্রেপ্তার হতে পারেন এমন শঙ্কা থেকেই তিনি দেশ ছাড়তে চাচ্ছিলেন। তার শঙ্কা ছিল পদত্যাগের পর নতুন প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারে।

এর আগে সোমবারও তিনি আকাশ ও সমুদ্রপথে দেশত্যাগের চেষ্টা করেছেন। কিন্তু তখন তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।

শ্রীলঙ্কার পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আকাশপথে, সাগরপথে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। তবে তার এ চেষ্টা ভণ্ডুল হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তিনি সম্প্রতি ভিসার আবেদন করেছিলেন। এবার শোনা যাচ্ছে, তার সে আবেদনও নাকচ করেছে যুক্তরাষ্ট্র।

‘দ্য হিন্দু’ পত্রিকার এক শীর্ষ কর্র্মকর্তার বরাত দিয়ে শ্রীলঙ্কাভিত্তিক ডেইলি মিররের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

গোতাবায়ার আগে শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্র দুই দেশেরই দ্বৈত নাগরিকত্ব ছিল। কিন্তু ২০১৯ সালের নির্বাচনের আগে একটি আইন মেনে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে দেন। ওই আইনে বিদেশি নাগরিকদের নির্বাচনে দাঁড়ানো নিষিদ্ধ ছিল।

কলম্বোর এক কর্মকর্তা বলেছেন, ‘শ্রীলঙ্কায় সাম্প্রতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে গোতাবায়া যুক্তরাষ্ট্রে নিরাপদ আশ্রয় পাওয়ার চেষ্টা করেছিলেন।’

এর আগে গোতাবায়া দেশ ছেড়ে পালাতে সকালে বিমানবন্দরে যান। কিন্তু দেশটির ইমগ্রেশন অফিসারদের বাধায় তিনি যেতে পারেননি। আকাশপথে ব্যর্থ হয়ে তিনি নৌবাহিনীর জাহাজেও শ্রীলঙ্কা ছাড়ার চেষ্টা করেন।

 

বিপি/ আইএইচ

শেয়ার