মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নদীতে পড়ে যায়। পরে মাইক্রোবাসটি উদ্ধারে অভিযান চালান স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকাল ১০টার দিকে পাঁচ নম্বর ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মাইক্রোবাসের ভেতরে থাকা যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার এই ঘটনা নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে আইনজীবী মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী ফরিদপুরে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন মনিরুল, তাঁর স্ত্রী ও মাইক্রোবাসের চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
মনিরুল ইসলামের বরাত দিয়ে বিআইডব্লিউটিসির কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, একটি মামলার শুনানিতে অংশ নিতে মনিরুল তাঁর স্ত্রীকে নিয়ে ফরিদপুরের একটি আদালতে যাচ্ছিলেন। পথে পাটুরিয়া ঘাটে তাঁদের বহনকারী মাইক্রোবাসটি পদ্মা নদীতে পড়ে যায়। ফেরি সেক্টরের এই কর্মকর্তা জানান, পদ্মায় নিমজ্জিত মাইক্রোবাসটি তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে ওঠানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
দুপুর ১২টার দিকে স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মজিবর রহমান বলেন, মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে। মাইক্রোবাসের আরোহীরা সুস্থ আছেন।