মাগুরায় নিম্নমানের চায়ের সাথে রঙ সহ বিভিন্ন ডাস্ট মিশিয়ে নামকরা চা কোম্পানির প্যাকেটজাত করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট ঘটনাস্থলে এসে অপরাধীর জরিমানা করেন।
এ সময় দোষ স্বীকার করায় আসামীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্পটে প্রাপ্ত নিম্নমানের ভেজাল চা বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
মাগুরা জেলা ম্যাজিস্ট্রেট, ড. আশরাফুল আলম মহোদয়ের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই, খুলনা এবং জেলা পুলিশ সহযোগিতা করেন।