শেরপুরে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নৌকা ডুবে রওনক নাহিদ(১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যুর হয়েছে ।৫ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে জেলার ঝিনাইগাতী উপজেলার কাঁটাখালি বিলে এ দুর্ঘটনা ঘটে। সে শেরপুর শহরের মামুন মিয়ার ছেলে এবং শহরের আইডিয়াল প্রিপারেটরি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।
তার পরিবার জানিয়েছে, নাহিদ ও তার চার বন্ধু ঝিনাইগাতী উপজেলার কাঁটাখালি ব্রিজে বেড়াতে যায়। পরে সব বন্ধুরা একটি নৌকা ভাড়া করে বিলের মাঝখানে যায়। এক পর্যায়ে নৌকাতে পানি উঠতে শুরু করে। এ সময় নৌকার মাঝি দ্রুত নৌকাটি ঘাটে আনার চেষ্টা করেন। পরে ঘাটের কাছাকাছি এলে নৌকাটি ডুবে যায়। কিন্তু ওই পাঁচ বন্ধু কেউই সাঁতার জানতো না। নৌকার মাঝি তাদের দ্রুত উদ্ধার করলেও নাহিদ ততক্ষণে মারা যায়। আর বাকি চার বন্ধুকে আহতাবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে পরিবারের স্বজনরা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি জেনেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।