বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখা আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। গত শুক্রবার বিকাল ০৫ টায় বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজন শেখ রাসেল শিশু পার্কে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি আজিজুল ইসলাম আজিজ জেলা প্রতিনিধি দৈনিক খোলা কাগজ। বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় মত বিনিময় ও আলোচনা সভা শুরু হয়।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস,আর,শরিফুল ইসলাম রতন, উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক, সাপ্তাহিক আলোর মনির সম্পাদক মাসুদ রানা রাশেদ,সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল কবীর, কোষাধক্ষ্য বাংলাদেশ প্রেস ক্লাব,লালমনিরহাট সাংগঠনিক সম্পাদক, জামাল বাদশা,জেলা প্রতিনিধ, দৈনিক সকালের সময়. ক্রীড়া সম্পাদক রাসেল ইসলাম, দৈনিক দাবানল. ক্রীড়া সম্পাদক কাউছার মামুদ, দৈনিক আমার বার্তা, দুর্জয় রায়,কার্যকারী সদস্য,সাধন রায়, দৈনিক আইন বার্তা, মুসা মোরশেদ মুভি বাংলা, আবির হোসেন সজল, লাজু সরকার দৈনিক মানবকন্ঠ, দুলাল এশিয়ান টেলিভিশন, লালমনিরহাট জেলা প্রতিনিধি,অন্যান্য সদস্য বৃন্দ।