কুড়িগ্রামের চিলমারীতে খুচরা বাজারে কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এমন মূল্য আরো দুই একমাস থাকতে পারে বলে ধারণা করছেন খুচরা ব্যবসায়ীরা। তবে কৃষি অফিস বলছেন, বন্যার কারণে এবার স্থানীয় কৃষকরা মরিচ চাষ করতে পারেননি। তাই বাজারে প্রতিনিয়ত বেড়েই চলেছে মরিচের দাম।
এদিকে বাজার মনিটরিং না হওয়াকেও দায়ী করছেন কৃষি কর্মকর্তা। এমন উর্ধ্বগতির ফলে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে।
সরেজমিন উপজেলার থানাহাট বাজার সহ সব কয়েকটি বাজারে গত দুই সপ্তাহ থেকে কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে মূল্য বৃদ্ধি পেয়ে ২৫০-২৬০ টাকা কেজি দরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। ফলে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের টাকার অংক মিলছে না। এতে বিপাকে পড়েছেন তারা।
বাজারে আসা ক্রেতা আব্দুর রহিম, জয়নাল আবেদিন সহ বেশ কয়েকজন বলেন, হঠাৎ দাম বেড়ে যাওয়ায় আমরা সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছি। এখন বাজারে প্রায় সব জিনিসের দাম বেড়েগেছে। এখন তো সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। থানাহাট বাজারের বিক্রেতা আবু বক্কর সিদ্দিক বলেন, হঠাৎ করে মরিচের মোকামে দাম বেড়ে গেছে। আমরা উলিপুর থেকে কাঁচা মরিচ নিয়ে আসি ১০৫০ টাকা ধরা ( ৫ কেজি) নিয়ে আসি। আর পরিবহন খরচ সহ ২৫০ টাকা বিক্রি না করলে লাভ
হবে না আমাদের। সংসার তো আমাদেরও আছে।
অপর আকেজন বিক্রেতা বাদশা মিয়া বলেন, ২সপ্তাহ থেকে মরিচের দাম বেড়ে গেছে। আমাদের এলাকায় যতদিন মরিচ চাষ হবে না ততদিন এই সমস্যা হবে।
আমরা লালমনিহাট এর আদিতমারী থেকে পাইকারী দরে মরিচ কিনে আনি। সেই মরিচ চিলমারী আসতে আসতে অনেক খরচ বেড়ে যায়। তাই বাধ্য হয়ে একটু চড়া দামে বিক্রি করতে হয়। এই দাম আরও মাস দু’য়েক থাকতে পারে।
উপজেলা কৃষি অফিসার প্রণয় কুমার বিষাণ দাস বলেন, এবারে বন্যায় ১৫ হেক্টর আবাদের মরিচ নষ্ট হয়ে গেছে। যার ফলে অন্য এলাকা থেকে মরিচ নিয়ে আসতে হচ্ছে ব্যবসায়ীদের। তবে বাজার ঠিকভাবে মনিটরিং হলে দাম নিয়ন্ত্রণে থাকবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত মূল্য নেয়া সুযোগ নেই। প্রশাসনের পক্ষ থেকে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে বাজার মনিটরিং করা হবে।