সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মন্ডল গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল মজিদ মন্ডল মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর আগে আব্দুল মজিদ মন্ডল দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। তিনি কৃত্রিম অক্সিজেন নিয়ে বেঁচে ছিলেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঢাকায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
শুক্রবার বাদ জুমা এনায়েতপুরের রূপনাই মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে দাফন করা হয়েছে। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৩ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। অসুস্থ্য থাকায় তিনি একাদশ সংসদ নির্বাচনে নিজে অংশ নিতে না পারায় তার ছেলে আব্দুল মমিন আওয়ামীলীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।