Top

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ

০৭ আগস্ট, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ
রংপুর প্রতিনিধি :

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার দুপুরে রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষ। রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিতে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ রংপুর জেলার সদস্য সচিব মমিনুল ইসলাম, কৃষক ও ক্ষেতমজুর ফ্রন্টের জেলা আহবায়ক অমল কুমার সরকার,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুুর মহানগর শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর প্রভাব পড়ায় জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছে । অবিলম্বে কেরোসিন,ডিজেলসহ সকল প্রকার জ্বালানি তেলেন মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অপরদিকে এই স্থানে ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক হানিফ খান সজীব, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ইমরান আহমেদ, যুব অধিকার পরিষদের সাবেক
আহ্বায়ক জলিল রতন ও শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।

সভায় বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি একটি গণবিরোধী পদোক্ষেপ। একটি কল্যানকামী সরকার কোনো ভাবেই সাধারণ মানুষের উপর এ ধরনের অনৈতিক চাপ সৃষ্টি করতে পারে না। তারা অবিলম্বে উর্ধমুখী দ্রব্য মূল্যের লাগাম
টেনে ধরার দাবি জানান।

শেয়ার