এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে নাহিদ হাসান নামের এক যুবককে মৃত্যুদণ্ডের দিয়েছেন আদালত। রোববার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তারিক হোসেন আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
সরকার পক্ষের আইনজীবী শাহ মো. নয়নুর রহমান টফি জানান, ওই তরুণীর সঙ্গে উপজেলার ডলসিংপুর বাউড়া কোর্ট গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে নাহিদ হাসান প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হন। এতে কিশোরী চার মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ায় তরুণীর স্বজনরা নাহিদকে বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকৃতি জানায়।
একপর্যায়ে ২০২১ সালের ২২ এপ্রিল নাহিদ হাসান তরুণীকে মোবাইলে ডেকে নিয়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। ঘটনার দুদিন পর মেয়েটির মরদেহ ভুট্টাক্ষেতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরে ওই তরুণীর বাবা মতলুব হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা করেন। মামলায় কাউকেই আসামি করা হয়নি। পুলিশ তদন্তের পর নাহিদ হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার কওে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আসামী নাহিদ হাসানের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যু দন্ডের কার্যকরের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।