ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (৩০) মারা গেছেন। বুধবার ১০ আগস্ট সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান ট্টেনটি ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে থামার আগেই ঐ যুবক নামতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও রোড স্টেশন মাস্টার আখতাররুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরও বলেন, দ্রুতযান এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই যুবক। স্টেশনের প্লাটফর্মে ট্রেন থামার আগেই তড়িঘড়ি করে নামতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। মরদেহ স্টেশনেই রয়েছে। রেলওয়ে পুলিশকে খবর পাঠানো হয়েছে।