রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন, সরকার দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। পঞ্চগড়ের আর্থসামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা হবে।
বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক, ব্যবসায়ী ও শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। পঞ্চগড় জেলাকে গৃহহীন ভুমিহীনমুক্ত জেলা ঘোষণা করায় তিনি জেলা প্রশাসকসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যানদের মধ্যে পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্্রাট, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, কাজী মাহাবুবুর রহমান ডাবলু, তৌহিদুল ইসলাম, আবু তোয়বুর রহমান, বীর মুক্তিযোদ্বা এটিএম সারওয়ার হোসেন,দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর ছিদ্দিক, চেম্বার প্রেসিডেন্ট শরিফ হোসেন, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পঞ্চগড় প্রতিনিধি শেখ আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক রওশন জামিল চৌধুরী ডলার, জেলা কৃষি নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এর সঠিক বাস্তবায়ন, আগামি দিনের পরিকল্পনাসহ জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
পরে বিভাগীয় কমিশনার পঞ্চগড় সদর উপজেলার মাহান পাড়া আশ্রয়ন প্রকল্প ও তেঁতুলিয়া উপজেলার ডাহুক আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।