কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আবু হোরায়রা উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের সামাউন ইসলামের ছেলে।
নিহত ওই শিশুর বাবা সামাউন ইসলাম জানান, শুক্রবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল দেড় বছর বয়সের শিশু আবু হোরায়রা। এসময় সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায় শিশুটি। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ওই শিশুকে মৃত অবস্থায় ভাসতে দেখেন স্বজনরা। পরে তার লাশ উদ্ধার করে দাফন সম্পন্ন করা হয়।
রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই।