জ্বালানি তেলের দামের প্রভাবে বেড়েছে বাসের ভাড়া। এতে রংপুর অঞ্চলের যাত্রীরা রাজধানীসহ বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য বেছে নিচ্ছেন ট্রেন। গত এক সপ্তাহ ধরে লালমনিরহাটসহ রংপুর বিভাগের সবগুলো ট্রেনই যাত্রী পরিবহন করছে দ্বিগুণ। এতে রেলেরও আয় বেড়েছে ১০ ভাগ।
সংশ্লিষ্টরা বলছেন, ভাড়া কম ও তুলনামূলক নিরাপদ হওয়ায় সামনের দিনে চাপ আরও বাড়তে পারে।
রংপুর রেল স্টেশন গিয়ে দেখা গেছে, স্টেশনে ট্রেন আসার সাথে সাথে মানুষ হুমড়ি খেয়ে ট্রেনে উঠার চেষ্টা করছে। ভিড় ঠেলে কে আগে ট্রেনে উঠতে পারে। আসন পূর্ণ হবার পরও বিপুলসংখ্যক যাত্রী দাঁড়িয়েই রওনা হন। দীর্ঘপথে আসনে বসার সুযোগ থাকবেনা জেনেও কারো চোখেমুখে বিরক্তির ছাপ নেই। তুলনামূলক কম ভাড়ায় যাওয়া যাবে গন্তব্যে-এটিই তাদের সান্তনা।
যাত্রীরা বলছেন, গণপরিবহনের ভাড়া বেড়েছে কয়েকদিন যাবত। সরকারের বেঁধে দেয়া হার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও নিয়ন্ত্রণে আসছে না বাস ভাড়া। তাই এখনও নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্তই গুণতে হচ্ছে তাদের। সে তুলনায় রেলপথেই আপাতত খরচ কম।
রংপুর রেল স্টেশনের সুপার শংকর গাঙ্গলী জানান, রংপুর স্টেশনে যাত্রীর সংখ্যা আগের তুলনায় দ্বিগুন বেড়েছে। বিশেষ করে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসে দুই থেকে তিন শতাধিক যাত্রী বেড়েছে। আমরা যাত্রীদের সিট দিতে পারি না। তারা দাড়িয়ে যাতাযেত করছে। কারো কোন অভিযেগ নাই।
তেলের দাম বাড়ার পর প্রতিটি রেলওয়ে স্টেশন ও কাউন্টারে টিকেট টাকার জন্য যাত্রীদের ভিড় বেড়েছে। ৮ আগষ্ট ১ হাজার ৫শত ১৮ যাত্রী বিভিন্ন জায়গায় যতায়েত করেছে। এতে রাজস্ব আয় হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৪৫৮ টাকা। ৯ আগষ্ট ১ হাজার ৪ শত ৭৯ জন যাত্রী পরিবহন করে আজস্ব আয় হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ২২৫ টাকা। ১০ আগষ্ট ১ হাজার ৪ শত ২৯ জন যাত্রী পরিবহন করে রাজস্ব আয় হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫৮১ টাকা। ১১ আগষ্ট ১ হাজার ৬ শত ৫৬ জন যাত্রী পরিহন আয় হয়েছে ৩ লাখ ৮৮ হাজার টাকা এবং ১২ আগষ্ট ১ হাজার ৫ শক ৬৩ জন যাত্রী পরিবহন করে আয় হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩১২ টাকা।
রংপুর থেকে লালমনিরহাট আদিতমারী গামী বুড়িমারী এক্সপ্রেসের যাত্রী কলেজ ছাত্র তাসকিনুর জানান, জ্বালনিী তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাসভাড়াও বৃদ্ধি পেয়েছে। রংপুর থেকে আদিতমারী উপজেলার ভাড়া ১ শত ৫০ টাকা আর ট্রেনে যাতাযাত করকে মাত্র ২৫ টাকা। তাই ট্রেনেই ভালো। একই কথা জানান অন্যান্ন যাত্রীরা।
রেলওয়ে লালমনিরহাট ডিভিশনাল ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ, লালমনিরহাট ডিভিশনের আওতায় রংপুর বিভাগের ৮ জেলা ও বগুড়া জেলা মিলে ৩ জোড়া লোকাল ট্রেন, ৮ জোড়া কমিউটার এবং ৬ জোড়া ঢাকামুখী আন্তঃনগর ও অন্যান্য ৩ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে। আগের চেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া, স্ট্যান্ডিং টিকিট বিক্রি বেড়েছে দ্বিগুণ।
রংপুর বিভাগেই প্রতিদিন রেলেপথে যাতায়াত করে থাকেন এক লাখেরও বেশি মানুষ। যাদের মধ্যে ৩০ শতাংশ নিয়মিত যাত্রী।
গত এক সপ্তাহে লালমনিরহাটরেলওয়ে ডিভিশনে ট্রেনের টিকিট বিক্রি বেড়েছে দ্বিগুনেরও বেশি। ফলে আগের থেকে আয় বেড়েছে প্রায় ১০ শতাংশ। যাত্রীরা রেলমুখী হওয়ায় রেলের সুদিন ফিরবে এমন প্রত্যাশা। রেল কতৃপক্ষের। তবে সেবা গ্রহিতারা বলছেন চাকরির মনোভাব থেকে বের হয়ে সেবা দেয়ার মানসিকতা তৈরি হলেই সুদিন ফিরবে রেলের। একই সাথে টিকিট কালোবাজারি রুখতে কঠোর ব্যবস্থা নিতে হবে।