জ্বালানি তেল, ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং বিদ্যুতের লোড শেডিং বন্ধ করার দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার বিকেলে সিপিবি পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌর অডিটোরিয়াম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব চৌরাস্তায় সমাবেশ করে।
এতে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ শর্মা সঞ্চালনায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. আবু সায়েম, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, উপজেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হৃদয় ইসলাম ও ভুমিহীন নেত্রী হাসিনা বেগম প্রমুখ।
বক্তারা সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সরকারের ভ্রান্তনীতির সমালোচনা করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ও বিদ্যুতের সীমাহীন লোড শেডিং বন্ধের দাবি জানান।