Top

উলিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

১৫ আগস্ট, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
উলিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
রোকন মিয়া, উলিপুর (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পৌরসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর থানা অফিসার ইনর্চাজ ইমতিয়াজ কবীর,ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, পৌর মেয়র মামুন সরকার মিঠু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব এমডি ফয়জার রহমান।

 

শেয়ার