Top

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজ থেকে বাল্যবিবাহ রোধ সম্ভব

১৬ আগস্ট, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজ থেকে বাল্যবিবাহ রোধ সম্ভব
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটির ফলে সমাজের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে সমাজ থেকে বাল্যবিবাহ রোধ করা সম্ভব।

দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন এর আয়োজনে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বাল্যবিবাহের কারণ ও করণীয় নির্ধারন সভায় এসব কথা বলেন বক্তারা।

ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, এসিল্যান্ড মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যানগণ, নিকাহ রেজিস্ট্রার, গ্রাম পুলিশ,ইমাম-পুরোহিত ও সংবাদকর্মীরা।

সভায় জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যাচাই করে বিয়ের কার্য সম্পন্ন করতে নিকাহ রেজিস্ট্রারদের নির্দেশ দেন ইউএনও। এছাড়াও প্রশাসন, জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষিকা, পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ সচেতনতা কার্যক্রম করবে। এর সাথে প্রশাসন ও পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবে মর্মে সকলেই অঙ্গীকারবদ্ধ হন।

 

শেয়ার