কুড়িগ্রামের চিলমারীতে ব্রীজের অভাবে ৫’শতাধিক মানুষের দূর্ভোগ বেড়েই চলেছে প্রতিনিয়ত। চলাচলের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে বাঁশের সাঁকো। শুকনো মৌসুমে বাঁশের সাকোঁ ও বর্ষা মৌসুমে কলার ভেলা বা ডিঙি নৌকা দিয়ে প্রতিনিয়ত চলাচলা করতে হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
এমন দূর্ভোগ লাঘবের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার মাদুমন্ডল গ্রামের বাসিন্দারা একটি ব্রীজের অভাবে দীর্ঘদিন থেকে এমন দূভোর্গেও মধ্যে রয়েছে। ওই এলাকার একমাত্র প্রবেশ পথ এখন সাঁকো দিয়েই চলছে পাড়াপাড়। তবে আর কতদিন এমন দূর্ভোগ পোহাতে হবে ওই এলাকার বাসিন্দাদের এমন প্রশ্ন স্থানীয়দের।
ওই এলাকার ইসমেতারা বলেন, ‘এই গ্রামের কোল ঘেসে তিস্তার খালের পথ চলা, তিস্তার পানি দিয়ে অনেক সময় এই এলাকার মানুষজন চাষ করে, শান্তিতে থাকার চেষ্টা করে কিন্তু তিস্তা খালের উপর ব্রীজ না থাকায় শতশত মানুষের চলাচলে সমস্যা হয়েছে।’
ওই এলাকার স্থানীয় মইনুল, এরশাদুল, আমেনাসহ অনেকে বলেন, ‘এই গ্রাম বাসীর ভোগান্তির প্রধান কারন তিস্তা খালের উপর ব্রীজ না থাকায়, শুকনা মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পাড়াপাড় হওয়া গেলেও বন্যা আর বর্ষায় বিপাকে পড়তে হয়।’
তারা আরো বলেন, ‘খালের উপর ছোট্ট একটি ব্রীজ করা গেলে কমে যেত দুর্ভোগ আর সুখে থাকতো গ্রামের মানুষ।’
দুর্ভোগের কথা স্বীকার করে ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, আমরা চেষ্টা করছি স্থায়ীভাবে সমস্যা সমাধানের জন্য এবং কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, আমি সরেজমিন ঘুরে এসেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত গ্রামবাসীর সমস্যার সমাধান করা হবে।