ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্ণোগ্রাফি আইনে পীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মো. জাফরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ আগস্ট মঙ্গলবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পীরগঞ্জ শহরের ভেলাতৈড় মহল্লার শাহ্ আলমের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভেলাতৈড় মহল্লার রায়হান নান্টুর স্ত্রীকে গত জুন মাসের ১৪ তারিখে জাফরুল বিয়ের প্রলোভন দিয়ে তাকে বাড়িতে একাকি পেয়ে ধর্ষণ করে। একই মহল্লার নজমুল হকের ছেলে রুমন ও “রনি রাইস মিলে”র মালিক শাহজাহানের ছেলে রনি একাজে জাফরুলকে সহযোগিতা করে।
গত ১৭ জুন রুমন মোবাইলের নান্টুর স্ত্রীর নগ্ন ছবি দেখায় নান্টুর স্ত্রীকে। এসময় রুমন দৈহিক মিলনের প্রস্তাব দেয় তাকে। জাফরুল চাচাতো ভাই শাহজাহানের ছেলে রনি নান্টুর স্ত্রীর মুখ চেপে ধরে এক পর্যায়ে রুমন ধর্ষণের চেষ্টা চালায়। এসময় রনির হাত সরিয়ে নান্টুর স্ত্রী চিৎকার দিলে রুমন তার এবং নান্টুর স্ত্রীর মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে এ নিয়ে থানায় অভিযোগ দিলে রুমন তা ডিলিট করার প্রতিশ্রুতি দেয় ও আপোষ করে। কিন্তু পরবর্তীতে ওই সব নগ্ন ছবি ডিলিট না করে উল্টো গ্রামের লোকজনকে দেখায়। নান্টুর স্ত্রীর নগ্ন ছবি মোবাইলে দেখতে পেয়ে এলাকার লোকজন নান্টুর স্ত্রীকে বিষয়টি জানায়। নান্টুর স্ত্রী জাফরুল, রুমন ও রনিকে বিষয়টি জানালে তারা দৈহিক মিলন ব্যতিত ওই সব নগ্ন ছবি ডিলিট করা হবে না মর্মে জানায়।
এতে নিরুপায় হয়ে নান্টুর স্ত্রী সাবেক কাউন্সিলর মোঃ জাফরুল, নজমুল হকের ছেলে রুমন ও জাফরুলের চাচাতো ভাই রনি অটো মিলের মালিক শাহজাহানের ছেলে রনি নামে ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে। ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম ফারুক পীরগঞ্জ থানার ওসিকে মামলাটি এজাহারভূক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধনী/২০০৩ এর ১৮(১)(খ) ধারার বিধান মতে ৬০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়।
জাফরুলকে গ্রেপ্তারের কথা স্বীকার করে ওসি জাহাঙ্গীর আলম বলেন, বাকী দুই আসামি গা ঢাকা দিয়েছে। তবে গ্রেপ্তার করতে পুলিশ তাদের খুঁজছে।