Top

ঠাকুরগাঁও সদর থানা চত্বরে ফুলের বাগান “ঘাসফুল” উদ্বোধন

১৭ আগস্ট, ২০২২ ১:৩৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর থানা চত্বরে ফুলের বাগান “ঘাসফুল” উদ্বোধন
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশের ফাঁকা স্থানসমূহে বিভিন্ন বনজ, ফল, সবজি ও শোভাবর্ধন গাছ লাগানোর অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর থানা চত্বরে ফুলের বাগান “ঘাসফুল” উদ্বোধন করা হয়েছে।

১৬ আগস্ট মঙ্গলবার একটি গাছের চারা রোপন করে ঘাসফুল উদ্বোধন করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, সদর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, সদর থানার পুলিশ পরিদর্শক অপারেশন জিয়ারুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কেএম আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ।

পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের যে ফাঁকা জায়গা আছে যতটুকু সম্ভব সেগুলোতে চাষাবাদ করা হবে। আমাদের আইজিপি স্যারের নির্দেশনাও রয়েছে সেরকম। থানা থেকে শুরু করে আমাদের যেখানে খালি জায়গা রয়েছে সেখানে সবজি ও অন্যান্য ফসলের চাষ শুরু হয়েছে। আজকে থানা চত্বরে এ বাগান উদ্বোধন করা হলো।

সাধারণ মানুষ যাতে থানায় এসে স্বাভাবিক ভাবে বিচরণ করতে পারে, বসতে পারে, নিজেদের মধ্যে সাবলিলভাবে কথাবার্তা বলতে পারেন সেই পরিবেশ গড়ে তোলা হচ্ছে।

 

শেয়ার