Top

উলিপুরে ভোক্তা অধিকারের তদারকি অভিযান

১৯ আগস্ট, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ
উলিপুরে ভোক্তা অধিকারের তদারকি অভিযান
রোকন মিয়া, উলিপুর (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের উলিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ডিম, মুরগি, মাছ ও নিত্যপ্রয়োজনীয় বাজার তদারকি করা হয়েছে। এ সময় অধিক মূল্যে ডিম ও মুরগি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে প্রশাসনিক ব্যবস্হায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ডিম, মুরগি, মাছ ও নিত্যপ্রয়োজনীয় বাজার তদারকি করা হয়েছে। এ সময় অধিক মূল্যে ডিম ও মুরগি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে প্রশাসনিক ব্যবস্হায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারণা চালান তিনি।

অভিযানে উলিপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জয়নুল আবেদীন এবং উলিপুর থানা পুলিশ সহযোগিতা করেন। ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ভোক্তা অধিকারের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার