ঠাকুরগাঁওয়ে চলতি বছর হজ্জ পালনকারী নতুন হাজী ও পুরাতন হাজীদের এক পূণর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শনিবার (২০ আগস্ট) ঠাকুরগাঁও জেলা হাজী সংগঠনের আয়োজনে নিজস্ব মসজিদ ও কমপ্লেক্সে নতুন হাজীদের সংবর্ধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব এ কে এম আবদুল্লাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সম্পাদক মো. রফিকুল ইসলাম। পুরাতন হাজ্জীদের মধ্যে বক্তব্য দেন, মো. আব্দুল
লতিফ, মোদাচ্ছের হোসেন, আলতাফুর রহমান, হাসান আলী, আব্দুল গফ্ফার, জালালউদ্দিন আহমেদ, মোজাম্মেল হক, রহিমউদ্দিন, আবুল কালাম আজাদ, মাওলানা রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান। নতুন হাজীদের মধ্যে বক্তব্য দেন, রুকুনুজ্জামান ও আখতারুজ্জামান। হজ্জ এজেন্সির মধ্যে সফিউল ইসলাম, মোমিনুল ইসলাম ও ফারজুল ইসলাম বক্তব্য দেন।
হাজ্জীগণ চলতি বছর হজ্জের সুযোগ সুবিধা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে মুফতি আব্দুল কাদের মোনাজাত পরিচালনা করেন। নতুন ও পুরাতন প্রায় ৪০০ হাজী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।