Top

পঞ্চগড় চেম্বারের নব নির্বাচিত কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর

২০ আগস্ট, ২০২২ ৪:০২ অপরাহ্ণ
পঞ্চগড় চেম্বারের নব নির্বাচিত কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় :

পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২২-২৪ মেয়াদের নব নির্বাচিত কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

শনিবার দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনের সভা কক্ষে পঞ্চগড় চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এই অনুষ্ঠানের আয়োজন করেন। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে চেম্বারের বিদায়ী কমিটির সভাপতি মো. শরিফ হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি মো. আব্দুল হান্নান শেখের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা, ট্রেজারার খাজিম উদ্দীনসহ নব নির্বাচিত কমিটির পরিচালকবৃন্দ, চেম্বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুর রহমান, মো. মাহাফুজার রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলারসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য. গত ১৩ আগস্ট পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ১৭ জন সদস্য পরিচালক পদে নির্বাচিত হন। গত ১৪ আগস্ট চেম্বারের সভাপতিসহ অন্যান্য পদের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

শেয়ার