দিনাজপুর সদর উপজেলায় আজ সকালে একটি পরিত্যক্ত গোডাউন থেকে ইসরাফিল (২৫) নামের এক যুবকের অর্ধগলি লাশ উদ্ধার করেছে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ।
নিহত ইসরাফিল (২৫) উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে রাজারামপুর দেওয়ান পাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। ইসরাফিল পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন।
ইসরাফিলের মা আমিজান জানান, গেল ১৯ আগস্ট শুক্রবার থেকে নিখোঁজ ছিল তার ছেলে। অনেক খুঁজা খুঁজি পরেও পাওয়া যায়নি ইসরাফিলকে। দু’দিন পর আজ তার লাশ উদ্ধারের খবর পান তারা। মাদকাসক্তির কারণে দুবার হাজতবাসও করেছিল তার ছেলে। তবে এই অস্বাভাবিক মৃত্যুর কারণ সম্পর্কে তারা কিছু জানেন না।
দিনাজপুর সদর কোতয়ালী থানার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, ত্রিপোল নাইনের (৯৯৯) মাধ্যমে খবর পেয়ে পরিত্যক্ত গোডাউন ঘরের গ্রীলের দরজার তালা ভেঙ্গে ইসরাফিল নামে একজনের অর্ধগলি লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ফরেনসিক বিভাগের মাধ্যমে সুরতহাল রিপোর্ট তৈরি এবং লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।