“এসো বঙ্গবন্ধুকে জানি, বাংলাদেশকে জানি” এই শ্লোগানে ব্যতিক্রমী কর্মসূচী শুরু করেছে পঞ্চগড়ের তরুন সাইফুল ইসলাম শান্তি। পঞ্চগড় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর নানা গুন ও আদর্শের কথা তুলে ধরছেন। বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরাও মনোযোগ সহকারে শুনছেন সাইফুলের কথা।
সাইফুলের বাড়ি পঞ্চগড় জেলার সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার গ্রামে। সে ওই গ্রামের আব্দুল মজিদের বড় ছেলে। সাইফুল দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছেন।
বঙ্গবন্ধুকে কেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলা হয়, বঙ্গবন্ধুকে কেন আমরা অনুসরণ করবো, বঙ্গবন্ধুকে কেন আমরা ভালোবাসবো, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে কেন আমরা ঘৃণা করবো এইসব বিষয়েও আলোচনা করেন এই তরুন।
জানা গেছে, পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলার অন্তত ২৫ টিরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে এমন কর্মসূচি পালন করেছে। এখনও এই কর্মসূচী চলমান রয়েছে।
সাইফুল ইসলাম শান্তি জানান, যারা বাংলাদেশকে ভালোবাসে না, যারা ৭১ এর মুক্তিযুদ্বের বিরোধিতা করেছে, যারা ৭১ সালে পাকিস্তানের পক্ষে কাজ করেছে তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অন্যায় ভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের মানুষের কাছে এক আদর্শের নাম। যারা স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেইসব হত্যাকারী ও তাদের দোসরদেরকে ঘৃণা করতে শিশু শিক্ষার্থীদের প্রতি অনুরোধও জানান সাইফুল। এসময় যেসব ক্ষুদে শিক্ষার্থী বঙ্গবন্ধুর বিভিন্ন গুণাবলি ও আদর্শের কথা বলতে পারছেন তাদেরকে বিভিন্ন শিক্ষাসামগ্রী উপহার দেন।
বঙ্গবন্ধুকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে এরা দেশ ও জাতির শত্রু। দেশের মানুষ কখনো এদের ক্ষমা করবেন না জানান সাইফুল।
প্রতিটি শিশু যেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে একজন খাঁটি দেশপ্রেমিক হয়ে উঠে এজন্য শিশু শিক্ষার্থীদের কে শপথ বাক্যও পাঠ করান এই তরুণ।
সাইফুল ইসলাম শান্তি বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক বিষয়ে কাজ করে আসছেন। এর আগে পদ্মাসেতুর ষড়যন্ত্র ও কল্লাকাটা গুজবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ পায়ে হেঁটে জনসচেতনতামূলক পদযাত্রা করেছিলেন।
২০১৮ সাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজারে গিয়ে দুর্নীতি বিরোধী জনসচেতনতামূলক প্রচারণা, নিজ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে দিনাজপুর ও ঢাকায় একাই মানববন্ধন করেন।