রংপুরে ঘাঘট নদী থেকে অপি বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সেনানিবাস ৪নং গেট সংলগ্ন ঘাঘট নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। অপি বেগম উত্তর কান্দিপুর গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী।
হাজীরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, সোমবার সকালে কোন এক সময় নদীর পাড়ে হাঁটতে গিয়ে ওই বৃদ্ধা ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে গেছেন। এতে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয়রা খবর দিলে থানা পুলিশ গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় অপি বেগমের স্বজনদের কোন অভিযোগ না
থাকায় আইন প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।