সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২২ আগস্ট সোমবার দুপুরে পীরগঞ্জ সদর ইউনিয়নের পৌর শহরের শহিদ আবু ইসহাক সড়কে বিসিআইসি সার ডিলার ইমরোজ ট্রেডার্স কে ৫০ হাজার টাকা ও কীটনাশক ব্যবসায়ী রাসেল ট্রেডার্স কে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান।
উপজেলা কৃষি অফিসার রাজেন্দ্র নাথ রায় জানান, বিসিআইসি সার ডিলার ইমরোজ ট্রেডার্স পর্যায়ক্রমে কীটনাশক ব্যবসায়ী রাসেল ট্রেডার্সের কাছে শতাধিক বস্তা সার বিক্রি করেছেন। সার ব্যবসায়ী না হয়েও কীটনাশক ব্যবসায়ী রাসেল ট্রেডার্স সার বিক্রিতে সরকারি নিয়ম-নীতি প্রতিপালন না করায় বিসিআইসি সার ডিলার ইমরোজ ট্রেডার্স কে ৫০ হাজার টাকা ও কীটনাশক ব্যবসায়ী রাসেল ট্রেডার্স সার বিক্রি করার অপরাধে রাসেল ট্রেডার্স কে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সিরাজুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক শামীমা নাজনীন, উপজেলা কৃষি অফিসার রাজেন্দ্র নাথ রায়, কৃষি সম্প্রসারণ অফিসার লায়লা আরজুমান্দ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোশাররফ হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুর রহিম উপস্থিত ছিলেন।