Top

রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন বীর-বিক্রম শওকত আলী

২৩ আগস্ট, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
রাষ্ট্রিয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন বীর-বিক্রম শওকত আলী
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি :

সবাইকে কাঁদিয়ে রাষ্ট্রিয় মর্যাদায় চির বিদায় নিলেন ’৭১ এর কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম (৭৪)। মঙ্গলবার বেলা ১১টায় চিলমারী সরকারী কলেজ মাঠে গার্ড অব অনার শেষে তার জানাজা নামাজে জনতার ঢল নামে।জানাজা নামাজ শেষে তার নিজ বাস ভবনের প্রধান ফটোকের পাশ্বে সমাহিত করা হয় তাঁকে।

রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার শেষে সর্বস্তরের জনসাধারণ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো.জাকির হোসেন,কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমান উদ্দিন আহমেদ মঞ্জ, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু,বীরবিক্রমের বড় ভাই মো.সোলায়মান আলী সরকার ও ছেলে সাইফুল্লাহ শওকত জীবন।

উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো.আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মো. জাফর আলী,সাবেক সাংসদ মো.রুহুল আমিন,আমজাদ হোসেন তালুকদার,এডিসি এডব্লিউ এম রায়হান শাহ,উপজেলা নির্বাহী অফিসার মো.মাহবুবুর রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান,উপজেলা আ’লীগ সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন,চিলমারী থানার ওসি আতিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য,শওকত আলী সরকার বীরবিক্রম সোমবার ভোর ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪কন্যা ও ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সোমবার রাতে বিশেষ ব্যবস্থায় তাঁর মরদেহ চিলমারীতে আনা হলে প্রিয় নেতাকে এক নজর দেখতে জনতার ঢল নামে।

শেয়ার