Top

রংপুরে নরমাল ডেলিভারী ইউনিটের উদ্বোধন

২৩ আগস্ট, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
রংপুরে নরমাল ডেলিভারী ইউনিটের উদ্বোধন
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

নিরাপদ প্রসব নিশ্চিতে বেসরকারী মেডিকেল কলেজ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নরমাল ডেলিভারী ইউনিটের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে এর উদ্বোধন করেন রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান।

অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কমিউনিটি স্কিল বার্থ অ্যাসিস্ট্যান্ট দ্বারা পর্যবেক্ষনসহ নিরাপদ নরমাল ডেলিভারির জন্য আধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে নরমাল ডেলিভারী ইউনিটে।

নিরাপদ মাতৃত্ব ও মাতৃসেবা নিশ্চিতে এ ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসক, আল্ট্রাসনোগ্রামে পারদর্শী চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, স্পেশাল ডেলিভারী এক্সপার্ট (সিএসবিএ) এবং ডেলিভারী আয়া ২৪ ঘন্টা সেবা প্রদান করবে।

নরমাল ডেলিভারী নিশ্চিতকল্পে ইউনিটে সেবাদানকারীদের আধুনিক প্রশিক্ষণ দেয়াহয়েছে। ডেলিভারী ইউনিট চালু হওয়ায় স্বল্প মূল্যে উন্নত সেবা পাবেন সেবাগ্রহীতারা। নিরাপদ প্রসব নিশ্চিত হওয়ায় কমবে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার এবং নবজাতকরা পাবেন উন্নত চিকিৎসা সেবা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সামসুজ্জামান, রংপুর ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাফিজুর রহমান, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিনসহ অন্যান্ন কর্মকর্তারা।

হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আজিজা বেগম লুসি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারী হয়ে আসছে।

হাসপাতালে নরমাল ডেলিভারী ইউনিট চালু হওয়ায় এক ছাদের নিচে সকল ধরনের সুবিধা পাওয়া যাবে।

রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান জানানন, মায়েরাও নরমাল ডেলিভারী করতে এখনও ভয় পায়। মায়ের সেই ভীতি কাটানোর জন্য এই ইউনিটে ভর্তি হওয়া মায়েদের চিকিৎসক-নার্সরা মানসিক সাপোর্ট দিয়ে তাদের সাহস দেবে। নরমাল ডেলিভারি উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োজিত করা হয়েছে । ভীতি কাটানো গেলে সিজারিয়ান অপারেশন থেকে আমাদের সমাজ বেরিয়ে আসবে। স্বল্প মূল্যের হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সেবা নিতে

পারবেন। এর আগে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিক ডেন্টাল ডায়াগনোসিস ইউনিটের উদ্বোধন করা হয়। সেই সাথে কেবিনে থাকা রোগীদের স্বল্পমূল্যে নিরাপদ, পুষ্টিসম্পন্ন পথ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর গ্রæপের চেয়ারম্যান নীলু আহসান।

শেয়ার