এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভজেন রায় নামে এক আসামির ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলো পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জরিমানার অর্থ শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার পঞ্চানন গ্রামের রজ্ঞিত কুমার বর্ম্মনের ৬ বছর বয়সী শিশু কন্যাকে ২০১৯ সালের ১০ অক্টোবর বিকেল আসামি ভজন রায় তার বাড়ি থেকে ডেকে আনে।
এর পর বাড়ির কাছেই জমিতে বিচরন করা হাঁস দুটি আনতে বলে। ভজন রায় শিশুটিকে কৌশলে তার বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির বাবা রজ্ঞিত কুমার বাদী হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে এসআই বুলবুল হোসেন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় আদালত ও আসামি ভজেন রায়কে দোষি সাব্যস্ত করে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখটাকা জরিমানোর আদেশ দেন।
বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজিবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২ এর বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন জানান সাক্ষ্য প্রমান দিয়ে বাদী পক্ষ সন্দেহাতীত ভাবে মামলাটি প্রমান করেছে। সাজা দেয়ায় আমরা সন্তোষ প্রকাশ করছি বলে জানান তিনি।
অপরদিকে আসামী পক্ষের আইনজিবী জহুরুল হক বলেন মামলাটি বাদী পক্ষ প্রমান করতে পারেনি এ রায়ে তার ক্ষুব্ধ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল দায়ের করা হবে বলে জানান তিনি।