একটি ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সেকেন্দার আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেকেন্দার দিনাজপুরের পশ্চিম দপ্তরী পাড়া এলাকার মোছলেম উদ্দিনের ছেলে।
র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহামুদ বশিল আহামেদ বৃহস্পতিবার জানান, চলতি বছরের ২০ জুন দিনাজপুরের বিরল উপজেলার ধুকুরঝারী পিপল্যা নামক এলাকায় মোটর সাইকেলকে সাইড দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেলের আরোহীদের হাতে খুন কাভার্ড ভ্যান চালক গোলাম মোস্তফা।
তিনি জানান, মোটরসাইকেলকে সাইট না দেওয়ায় মোইরসাইকেলের চালকের সাথে থাকা আরো তিনটি মোটরসাইকেলসহ অজ্ঞাতনামা ৭-৮ কাভার্ড ভ্যানটিকে ধাওয়া করে। এর পর একটি মোটরসাইকেল কাভার্ড ভ্যানটির সামনে গিয়ে এর গতিরোধ করে আটক করে। এর পর মোটরসাইকেল থেকে নেমে অজ্ঞাতনামা ৭-৮ জন তাকে কাভার্ড ভ্যান থেকে চালক গোলাম মোস্তফাকে টেনে নিচে নামিয়ে কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে অজ্ঞাতনামা আসামীদের মধ্যে একজন ধারালো ছুরি দিয়ে চালক মোস্তফাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাতে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ঘটনার পরের দিন থানায় মামলা দায়ের করে। মামলার পর আসামীরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে তাকে। ঘটনার তদন্ত শুরু করলে ব্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে র্যাব-২ এর সহযোগীতার ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ক্লুলেস এই হত্যার মামলার প্রধান আসামী সেকেন্দারকে গ্রেফতার করে। এই হত্যা কান্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারর চেষ্টা চলছে বলে র্যাব জানান।