দীর্ঘ দীন পর বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের বৈঠককে ঘিরে স্বপ্ন দেখছেন রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিহাট ও গাইবান্ধা জেলার তিস্তা পারের কোটি মানুষ। বৈঠককে সমাধান হবে তিস্তার দীর্ঘ দিনের অমিমাংসিত চুক্তি, নদী পাবে পানি, গতি পাবে তিস্তার অর্থনীতি।
তবে নদী গবেষকেরা বলছেন জেআরসি বৈঠকে পানি চুক্তিতে সবার আগে তিস্তাকে গুরুত্ব দেয়া না হলে এটি হবে এক ধরনের প্রহসন। এতে করে বর্ষা মৌসুমে তিস্তা পারে বসবাসরত মানুষের ঘর-বাড়ি, জমি, স্কুল, কলেজ, মাদরাসা, রাস্তাঘাট নানান স্থাপনা গিলে খাবে নদী। আর শুস্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারনে এ অঞ্চলের কৃষকেরা কৃষি অর্থনিতীতে আরো পিছিয়ে পড়বে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদীর মধ্যে কেবল গঙ্গার পানিবণ্টনে চুক্তি রয়েছে। তবে ২০১১ সালে ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে তিস্তা চুক্তি চূড়ান্ত হবার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শেষ মুহূর্তে আপত্তির কারণে তিস্তা চুক্তি মন্ত্রী পর্যায়ে সই হতে পারেনি। এরপর বিষয়টি নিয়ে আলোচনায় যায়নি দুই দেশের কেউই।
ভারতের এক তরফা পানি প্রত্যাহারের ফলে প্রবাহ হারিয়ে তিস্তা নদী ধীরে ধীরে মরতে বসেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে লাখ লাখ টন পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে অল্প পানিতে বন্যা আর শুষ্ক মৌসুমে পানি না থাকায় খরার সৃষ্টি হচ্ছে। ফলে হুমকিতে পড়ছে উত্তরের তিস্তা নির্ভর জীবন ও জীবিকা।
যৌথ নদী কমিশনের বিধি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে অন্তত চারটি বৈঠক হওয়ার কথা। কিন্তু সে বৈঠক হলো দীর্ঘ এক যুগ পর । ফলে জেআরসি বৈঠককে ঘিরে তিস্তার মতো বহু আকাংঙ্গিত ইস্যু সমাধানে একটি সঠিক রুপ রেখা পাবে এমন প্রত্যাশা দুই পাওে বসবাবরত কোটি মানুষের।
রংপুরের মর্ণেয়া ইউনিনের মানুষ খাওয়া চরের কৃষক জাফর ধনি জানান, তিস্তা নদী ভরাট হয়ে গেছে। প্রতিবছর বর্ষার সময় উজান থেকে পানির সাথে পলি মাটি এসে নদীর তলদেশ ভরাট করে দিচ্ছে। নদীর তলদেশ উচু হচ্ছে। সামান্য বৃষ্টিতে নদীর পানি তীর উছলে প্রবেশ করছে। হয় নদী খনন করা হউক নতুবা ভারতের সাথে পানি
চুক্তি করা হউক। আমন মৌসুমে আমাদের পানির দরকার।
কৃষক হামেদুর জানান, যখন বন্যার সময় হয় তখন আমরা বাড়ি ঘরে থাকতে পারি না। তখন আমাদের অস্থায়ী ভাবে ান্যত্র থাকতে হয়। এই বাড়ি করছি এই ভাংছে। এখন
আসি সর্বহারা।
তবে এবার আলোচনায় কুশিয়ারা,ধরলা, দুধকুমার, মনু, খোয়াই, মুহুরী ও গোমতীসহ ৬ টি নদীর পানি বণ্টন যে গুরুত্ব পেয়েছে সে হিসেবে তিস্তা কতটা গুরুত্ব পেয়েছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তিস্তা পারের মানুষের দাবী তিস্তা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে নদীর প্রবাহ ফিরিয়ে আনলে গতি পাবে নদী পারের অর্থনীতি।
তিস্তার পানি বন্টন নিয়ে দীর্ঘ দিন থেকে আন্দোলন করে আসছে তিস্তা বাঁচাও, নদী বাচাও সংগ্রাম পরিষদ।আন্দোলনকারীর নেতারা বলছেন, জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা সমাধান গুরুত্ব না পাওয়া হতাশার। ভারতের আন্তরিকতার অভাবেই বৈঠকে বড় পরিসরে জায়গা পায়নি তিস্তা।
তিস্তা বাঁচাও, নদী বাচাও সংগ্রাম পরিষদের আহবায়ক নজরুল ইসলাম হক্কানি জানান, এই অঞ্চলের মানুষ তিস্তা চুক্তির জন্য অধির আগ্রহে বসে আছে। কিন্ত আমরা দেখতেছি তিস্তা চুক্তি নিয়ে জেআরসি এমনকি মন্ত্রী পরিষদের= আলোচনায়ও নাই। ভারতের সাথে যে প্রধান মন্ত্রীর আলোচনা হবে সেখানেও সেটা গরুত্বের সাথে আলোচনা হবে না।
রিভারাইন পিপলস বাংলাদেশ পরিচালক নদী গবেষক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ জানান, আমরা ন্যায্য অধিকারের ভিত্তিতে
পানি না পাই তা হলে এই নদীকে বাঁচানো যাবে না। তিস্তা বাঁচানো না গেলে ভেঙ্গে পড়বে এখানকার কৃষি অর্থনীতি, হুমকিতে পড়বে জীব বৈচিত্র। জেআরসি বৈঠকে তিস্তার মতো বড় ইস্যু সমাধানের উদ্যোগ না নেয়া হলে এটি এক ধরনের প্রহসন বলে জানান তিনি
তবে সব বিতর্ক ছাপিয়ে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত যৌথ নদী কমিশন বৈঠকে তিস্তা চুক্তি সমাধান এবং একই সাথে তিস্তা পরিচর্যায় আন্তরিক হবে দুই দেশ এমনটাই আশা করছেন তিস্তাবাসীর।