Top

রংপুরে সার মজুদকারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

২৮ আগস্ট, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
রংপুরে সার মজুদকারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা
রংপুর প্রতিনিধি :

অবৈধভাবে সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে আরএন্ডআর ট্রের্ডাস নামে একটি প্রতিষ্টানকে ৮০ হাজার টাকাজরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে মজুদ করা সার কৃষি বিভাগের মাধ্যমে কৃষকের কাছে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।

রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকার আরএন্ডআর ট্রের্ডাসের গুদামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহান লাবীব জিসানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানের সময় সেখানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ২’শ বস্তা টিএসপি, ডিএপি, এমওপি সার পাওয়া যায়। সেই সাথে নকল টিএসপি সার মজুদের সন্দেহে নমুনা সংগ্রহ করে ভ্রাম্যমান আদালত তা ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়।

অভিযানে অবৈধ সার মজুদের দায়ে আরএন্ডআর ট্রের্ডাসের মালিক জসিম উদ্দিনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম জানান, সরকার অবৈধভাবে সার মজুদকারী এবং নকল সার বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে এ গুদামঘরে অভিযান পরিচালনা করে আমরা সারের অবৈধ মজুদ পেয়েছি। সেগুলো কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের কাছে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান সরকারের এই কর্মকর্তা।

শেয়ার