Top

খানসামায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

২৯ আগস্ট, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
খানসামায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

দিনাজপুরের খানসামা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ নুরবানুর বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, স্কুল পরিচালনায় অনিয়ম ও সহকারী শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, রামনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাঃ নুরবানু ২০১৭ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে এডহক কমিটি দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। তবে এ বছরের এপ্রিল মাসে নিয়মিত কমিটি গঠনে নিয়মনীতি উপেক্ষা করে সহকারী শিক্ষক, অভিভাবক সদস্য ও শিক্ষার্থীদের কোন ধরনের নোটিশ না করেই গোপনে প্রধান শিক্ষকের স্বামী আনোয়ার হোসেনকে সভাপতি করে কমিটি গঠন করে। এমনকি কমিটি গঠনের কাগজপত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতিরও ঘটনা ঘটেছে। বর্তমানে এ নিয়ে আদালতে মামলা চলায় প্রতিষ্ঠানে লেখাপড়ার মান বিঘ্ন হচ্ছে।

সহকারী শিক্ষক আশিস চন্দ্র রায় বলেন, কমিটি গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রয়োজন তা প্রধান শিক্ষক গোপনে করেছে৷ শিক্ষক প্রতিনিধিরা নিজেও জানেনা যে তারা কমিটিতে আছে। এমনকি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে সহকারী শিক্ষকরা প্রশিক্ষণ ও ঋণ গ্রহন করতে উৎকোচ প্রদান করতে হয়।

কয়েকজন অভিভাবক জানান, প্রধান শিক্ষিকা নামে মাত্র প্রধান। তাঁর অফিসিয়ালি কাজকর্ম স্বামীকে নিয়েই তিনি পরিচালনা করে। তিনি নিয়মিত স্কুলে না থাকে না। এতে ক্লাশ ও লেখাপড়ার মান বিঘ্ন হচ্ছে। স্কুলে প্রধান শিক্ষক তার স্বামীকে সভাপতি বানিয়ে ভুয়া কমিটি তৈরি করে সেই কমিটি পাশ করার জন্য তিনি নিজেই তাঁর এক ঘনিষ্ঠ অভিভাবক সদস্যকে দিয়ে আদালতে মামলা করেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরবানুকে স্কুলে না পেয়ে মুঠোফোনে কল দিলে তার স্বামী আনোয়ার হোসেন জানান, জরুরি কাজে দিনাজপুরে যাচ্ছি। আর অফিস সহকারী অদক্ষ হওয়ায় প্রধান শিক্ষককে নিয়ে আমাকেই দৌড়াদৌড়ি করতে হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল ইসলাম বলেন, এ বিদ্যালয়ে কমিটি গঠন তফসিল ঘোষণা ছাড়া আর কোন কর্মকাণ্ড হয় নি। কিন্তু প্রধান শিক্ষক আমার স্বাক্ষর জাল করে গোপনে কমিটি গঠনের পর শিক্ষাবোর্ডে অনুমোদনের জন্য আবেদন করেছে। এ নিয়ে আদালতে মামলা চলছে।

শেয়ার