Top

রংপুরে দুই সাংবাদিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ

২৯ আগস্ট, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
রংপুরে দুই সাংবাদিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ
রংপুর প্রতিনিধি :

রংপুরে অস্বচ্ছল, দূর্ঘটনায় আহত এবং করোনাকালীন ক্ষতিগ্রস্থ দুই সাংবাদিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিহত সাংবাদিক উৎস রহমানের মা নুরজাহান বেগমের হাতে দেড় লাখ টাকা এবং অসুস্থ্য মাছরাঙ্গা টিভির সাংবাদিক রফিক সরকারের পরিবারের কাছে আড়াই লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক আসিব আহসান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বাপ্পী. জেলা তথ্য অফিসের পরিচালক এএসএ কবীর, সহকারী পরিচালক আলমগীর কবির, সহকারী তথ্য অফিসার আফসানা আখতার।

শেয়ার