দিনাজপুরের খানসামা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন তিন জন পদপ্রার্থী।
সোমবার প্রেসক্লাব কক্ষে নির্বাচন পরিচালনা কমিটির কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা।
এতে সভাপতি পদে দৈনিক গনকন্ঠের স্টাফ রিপোর্টার তাজ ফারাজুল চৌধুরী ও সাধারন সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নুরনবী ইসলাম ও দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি উজ্জ্বল রায় মনোনয়ন সংগ্রহ করে জমা দেন।
উল্লেখ্য, আগামী ০৪ঠা সেপ্টেম্বর সভাপতি ও সাধারন সম্পাদক পদে সম্পুর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে খানসামা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।